A Message from Our Academic Council Secretary:

Celebrating Success Stories

অর্ধবঙ্গেশ্বরী খ্যাত রানী ভবানীর নাটোরে নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ। এ যেন রানী ভবানীর সাথে নবাব সিরাজ-উদ্-দৌলার ঐতিহাসিক সম্পর্কেরই স্বীকৃতি। কলেজটি ১৯৫৬ সালের ১ লা জুলাই প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি উচ্চ শিক্ষা বিস্তারে এবং সামাজিক উন্নয়ন ও সংস্কৃতি বিকাশে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই বিপ্লবে অত্র কলেজের যে সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী বিরোচিত ভূমিকা পালন করেছে তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত যারা অত্র কলেজটি পরিচালনার ক্ষেত্রে বিভিন্নভাবে অবদান রেখে চলেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে বিশিষ্ট দানবীর ঘনশ্যাম আগরওয়াল যিনি অত্র কলেজকে প্রায় ১০০ বিঘা সম্পত্তি দান করেছেন তার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি। বর্তমানে অত্র কলেজে কর্মরত অত্যন্ত মেধাবী শিক্ষকগণ এবং কর্মচারী মিলে একটি মেধা ভিত্তিক সমাজ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।
আমি অত্যন্ত গর্বিত এবং কৃতজ্ঞ যে, প্রফেসর মোঃ আব্দুল বারী মির্জা স্যারের মত একজন সৎ, নীতিবান ও দক্ষ মানুষকে অত্র কলেজের অধ্যক্ষ হিসেবে পেয়েছি। তাঁর সুযোগ্য নেতৃত্বে কলেজটি উত্তরবঙ্গ তথা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিনত হোক এ প্রত্যাশা করছি।

মো. সেলিম উদ্দিন
সহযোগী অধ্যাপক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি)

সম্পাদক, স্টাফ কাউন্সিল
নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ
নাটোর।