Principal's Message
বাংলা-বিহার-উড়িষ্যার শেষ স্বাধীন নবাব এর নামে ১৯৫৬ সালের ১লা জুলাই প্রতিষ্ঠিত নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ, নাটোর-উচ্চ শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। জাতির সুশিক্ষা নিশ্চিতকণ্পে, আর্থসামাজিক উন্নয়ন ও সাংস্কৃতিক বিকাশ এবং রাজনৈতিক পরিমন্ডলে ঐতিহ্যবাহি এ শিক্ষা প্রতিষ্ঠানটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে স্বীকৃতি লাভ করেছে। স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে ও চূড়ান্ত ফলাফলে অত্র কলেজ থেকে একাধিকবার ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করায় আমি আনন্দিত। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠালগ্ন থেকে যাঁদের অবদান রয়েছে এবং এখন পর্যন্ত যাঁরা সেই ধারা অব্যাহত রেখেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।এই কলেজে যে সকল শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন সে সকল বীর সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। কর্মরত সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও হিতৈষী ব্যক্তিবর্গ মহান ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে এই প্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে, সেই সঙ্গে অত্র কলেজের সকল শিক্ষার্থী মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দেশের বাহিরে সুনাম অক্ষুন্ন রাথবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পরিশেষে এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা একান্ত কামনা করছি।
প্রফেসর মোঃ জহিরুল ইসলাম (৫৬১৯)
অধ্যক্ষ
নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ
নাটোর।