Message of Principal

PROFESSOR MD. ABDUL BARI MIRZA
Principal

Read More...

বাংলা-বিহার-উড়িষ্যার শেষ স্বাধীন নবাব এর নামে ১৯৫৬ সালের ১লা জুলাই প্রতিষ্ঠিত নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ, নাটোর-উচ্চ শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। জাতির সুশিক্ষা নিশ্চিতকণ্পে, আর্থসামাজিক উন্নয়ন ও সাংস্কৃতিক বিকাশ এবং রাজনৈতিক পরিমন্ডলে ঐতিহ্যবাহি এ শিক্ষা প্রতিষ্ঠানটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে স্বীকৃতি লাভ করেছে। স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে ও চূড়ান্ত ফলাফলে অত্র কলেজ থেকে একাধিকবার ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করায় আমি আনন্দিত। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠালগ্ন থেকে যাঁদের অবদান রয়েছে এবং এখন পর্যন্ত যাঁরা সেই ধারা অব্যাহত রেখেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।এই কলেজে যে সকল শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন সে সকল বীর সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। কর্মরত সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও হিতৈষী ব্যক্তিবর্গ মহান ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে এই প্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে, সেই সঙ্গে অত্র কলেজের সকল শিক্ষার্থী মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দেশের বাহিরে সুনাম অক্ষুন্ন রাথবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পরিশেষে এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা একান্ত কামনা করছি।

প্রফেসর মোঃ আব্দুল বারী মির্জা- ৪৬৩৯
অধ্যক্ষ
নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ
নাটোর।

Message of Vice-Principal

Vice Principal

Read More...

নাটোর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়ে উত্তর জনপদে জ্ঞান-বিজ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে দিক-দিগন্তে। এখান থেকে জ্ঞান-বিজ্ঞানের আলোয় আলোকিত হয়ে দেশ-বিদেশে ছড়িয়ে আছে অসংখ্য মানবসম্পদ যারা সরকারি, বেসরকারি ও বিভিন্ন সামাজিক সংগঠনে সম্পৃক্ত থেকে সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে অবদান রেখে চলেছেন বর্তমান অধ্যক্ষ প্রফেসর মোঃ জহিরুল ইসলাম এই কলেজেরই একজন কৃতী ছাত্র। তাঁর সুযোগ্য নেতৃত্বে কলেজটি উত্তর বঙ্গের অনন্য বিদ্যাপিঠে পরিণত হোক এ প্রত্যাশা করছি। সেই সঙ্গে কলেজটি প্রতিষ্ঠা ও পরিচালনায় যুগ যুগ ধরে যাঁরা অবদান রেখেছেন তাঁদের ইহলৌকিক ও পরলৌকিক কল্যাণ কামনা করছি।

###############
উপাধ্যক্ষ
নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ, নাটোর।

ABOUT OUR INSTITUTION


History of our Institute

ঐতিহাসিক নাটোর শহরে উচ্চ শিক্ষার প্রথম বিদ্যাপিঠ হিসেবে ‘নাটোর কলেজ’ গড়ে ওঠে ১৯৫৬ সালে । ইতিহাস এর পাতা থেকে সঠিক জন্ম তারিখটি পাওয়া যায় ০১জুলাই, ১৯৫৬ খ্রি: হিসেবে। এরপর ১৯৫৯ সালে এর নামকরণ হয় ‘নবাব সিরাজ-উদ-দৌলা কলেজ’। অতপর ০১মার্চ ১৯৮০ খ্রি: সরকারিকরণের মধ্য দিয়ে জ্ঞানালোকে সমুজ্জ্বল হয়ে অদ্যাবধি অবিরাম জ্ঞান প্রদীপ ছড়িয়ে যাচ্ছে এ কলেজ। ’নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ’, নাটোর এর মূল ভবনটি ইংরেজি ’E’ টাইপের। এ ছাড়াও এ কলেজের' রয়েছে আরো দু’টি দৃষ্টি নন্দন একাডেমিক ভবন।

কলেজের অবস্থান : বর্তমানে কলেজটি শহরের প্রাণকেন্দ্র বড়গাছা মৌজার অর্ন্তগত। নাটোর রেলওয়ে স্টেশন থেকে পূর্বদিকে প্রায় কোয়াটার কিলোমিটার রাজশাহী-নাটোর মহাসড়কের দক্ষিণ পার্শ্বে অবস্থিত। ঐতিহ্যবাহী এই শহরের কোলাহল মুক্ত সবুজ বৃক্ষরাজী শোভিত বড়গাছা এলাকায় প্রায় ৩৪ বিঘা জমির উপর নির্মিত কলেজের পুরো কাঠামোটি প্রাচীন নারোদ নদ দ্বারা দুই ভাগে বিভক্ত। এর বাইরেও নাটোরের লালপুর উপজেলার জোকাদহ মৌজায় কলেজের জন্য ৭৮ বিঘা আবাদি জমি রয়েছে। উক্ত জমি ১৯৫৯ সালে তৎকালীন পাবনা জেলার ঈশ্বরদী থানার অধিবাসী শ্রীযুক্ত মনশ্যাম দাস আগরওয়ালা এবং শ্রীযুক্ত রাধা কিষন আগরওয়ালা কলেজের জন্য দান করেন।
Read More...

অতীতে ফেরা : মোগল শাসনামলে ১৭০৬ সালে বানগাছির বিখ্যাত জমিদার গণেশরাম রায় ও ভগবতীচরণ চৌধুরী যথানিয়মে রাজস্ব প্রদান করতে না পারায় জমিদারী থেকে উৎখাত হন। ঐ বছর উক্ত পরগণার দেওয়ান রঘুনন্দনের ভাই রামজীবন দিল্লীর স¤্রাট আলমগীরের নিকট থেকে ২২ খানা খেলাত ও রাজা বাহাদুর উপাধী লাভ করেন। এভাবেই গোড়া পত্তন হয় নাটোর নামক করদ রাজ্যের। এরপর কালক্রমে নাটোর জমিদারী বৃদ্ধি পেয়ে রাজশাহী থেকে মালদহ পর্যন্ত বিস্তৃতি লাভ করে। নাটোর সামন্ত রাজণ্যদের রাজধানী ছিল বর্তমান নাটোর শহর। ১৭৮৮ সালে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী ক্ষমতায় আসার পর নাটোর জেলা হেড কোয়ার্টার হিসেবে মনোনীত হয়। তখন থেকেই রাজশাহী জেলার হেড কোয়ার্টারে পরিণত হয় নাটোর এবং ১৮২৪ সাল পর্যন্ত প্রশাসনিক কর্মকান্ডের কেন্দ্রবিন্দু ছিল নাটোর। জেলা মর্যাদা পাবার পর নাটোর একটি প্রশাসনিক প্রাণকেন্দ্র ও সম্ভ্রান্ত লোকের আবাসভূমি হিসেবে গড়ে উঠে। কিন্তু প্রশাসনিক কর্মকান্ডের কিছু বাস্তব সমস্যার প্রেক্ষিতে তৎকালীন ইংরেজ প্রশাসনের পরামর্শে জেলা সদর নাটোর থেকে ১৮২৫ সালে রাজশাহীতে (রামপুর বোয়ালিয়ায়) স্থানান্তরিত হয়। এহেন অবস্থায় নাটোরের ঐতিহ্য ও গৌরব রক্ষার প্রেক্ষিতে তৎকালীন সরকার নাটোরকে ১৮২৯ সালে মহকুমা হিসেবে ঘোষণা দেন । নাটোরের প্রথম মহকুমা প্রশাসক ছিলেন ম্যাজিস্ট্রেট বি. এলফিনষ্টোন জ্যাকসন। জেলা প্রতিষ্ঠার দীর্ঘ ১৯৬ বছর পর এরশাদ শাসনামলে ১৯৮৪ সালে নাটোর পুনরায় জেলার মর্যাদা ফিরে পায়। নাটোরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, এটি প্রথমদিকে রাজধানীর মর্যাদা পেলেও পরবর্তিতে তা এক পর্যায়ে হ্রাস পেয়েছে।

-----------------------------------------------------
-----------------------------------------------------
-----------------------------------------------------
-----------------------------------------------------

Departments

-----------------------------------------------------
-----------------------------------------------------
-----------------------------------------------------
-----------------------------------------------------
-----------------------------------------------------
-----------------------------------------------------
-----------------------------------------------------
-----------------------------------------------------
-----------------------------------------------------
-----------------------------------------------------
-----------------------------------------------------
-----------------------------------------------------
-----------------------------------------------------
-----------------------------------------------------

Why Students Choose Us

Digital Attendance

Pineapple

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই স্লোগানকে লালন করে ঐতিহ্যবাহী নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক স্মার্ট হাজিরা সিস্টেম চালু করেছে। এর ফলে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে প্রবেশ কালে এবং ছুটির সময় ডিজিটাল কার্ড দ্বারা হাজিরা প্রদান করে প্রতিষ্ঠানে দৈনন্দিন উপস্থিতি নিশ্চিত করতে পারছে। স্মার্ট হাজিরা ব্যবস্থার একদিকে শ্রেণিকক্ষে সময় সাশ্রয় করছে অন্যদিকে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে।

CCTV Monitoring

Pineapple

প্রতিষ্ঠানে অবস্থানরত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ও বহিরাগতদের অনুপ্রবেশ রোধে রয়েছে সিসিটিভি মনিটরিং ব্যবস্থা। এছাড়া প্রতিষ্ঠানটির সকল শ্রেণি কার্যক্রম সিসিটিভ দ্বারা মনিটরিং করা হয়। ফলে শিক্ষার্থীদের মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলে তৎপর থাকেন। দূর্বল শিক্ষার্থীদের প্রতি শিক্ষকবৃন্দের বিশেষ দৃষ্টি থাকে। শিক্ষার্থীরা অহেতুক এদিক সেদিক ঘোরাঘুরি থেকে বিরত থেকে পাঠ্যক্রমে মনোযোগী হয়। ।

EMS Software

Pineapple

প্রতিষ্ঠানটি অত্যাধুনিক এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়ার ব্যবহার করছে। এর মাধ্যমে ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ এবং অভিভাবকগনের সাথে অদৃশ্য বন্ধন আরো দৃঢ় হচ্ছে। বিভন্ন সময়ে প্রতিষ্ঠানের তথ্যাদি এসএমএসর মাধ্যমে অতিদ্রুত অভিভাবকবৃন্দের নিকট পৌছে যাচ্ছে। যেমন অনলাইন পেমেন্ট, পরীক্ষার ফলাফল, অভিভাবক সমাবেশ, গুরুত্বপূর্ণ নোটিশ, জরুরী প্রয়োজনে শিক্ষকবৃন্দের সাথে যোগাযোগ অথবা অন্য যেকোন গুরুত্বপূর্ণ ইস্যূ।

SMS Communications

Pineapple

নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ অত্যাধুনিক এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়ার ব্যবহারের মাধ্যমে পুরোপুরি অনলাইনের যুগে প্রবেশ করেছে। এর ফলে এখন থেকে অভিভাবকবৃন্দ যে কোন স্মার্ট ফোন থেকেই শিক্ষার্থীদের ভর্তি, শ্রেণিকক্ষে দৈনন্দিন উপস্থিতি, পরীক্ষার ফলাফল, বেতনাদি পরিশোধ প্রভৃতি তথ্য ঘরে বসেই মনিটিরিং করার সুযোগ পাচ্ছেন। অনলাইন সিস্টেম হওয়ায় প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম ও গতিশীল হচ্ছে।

BNCC/Rover Schout

Pineapple

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই স্লোগানকে লালন করে ঐতিহ্যবাহী নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক স্মার্ট হাজিরা সিস্টেম চালু করেছে। এর ফলে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে প্রবেশ কালে এবং ছুটির সময় ডিজিটাল কার্ড দ্বারা হাজিরা প্রদান করে প্রতিষ্ঠানে দৈনন্দিন উপস্থিতি নিশ্চিত করতে পারছে। স্মার্ট হাজিরা ব্যবস্থার একদিকে শ্রেণিকক্ষে সময় সাশ্রয় করছে অন্যদিকে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে।

Cocurrilumn Activities

Pineapple

প্রতিষ্ঠানে অবস্থানরত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ও বহিরাগতদের অনুপ্রবেশ রোধে রয়েছে সিসিটিভি মনিটরিং ব্যবস্থা। এছাড়া প্রতিষ্ঠানটির সকল শ্রেণি কার্যক্রম সিসিটিভ দ্বারা মনিটরিং করা হয়। ফলে শিক্ষার্থীদের মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলে তৎপর থাকেন। দূর্বল শিক্ষার্থীদের প্রতি শিক্ষকবৃন্দের বিশেষ দৃষ্টি থাকে। শিক্ষার্থীরা অহেতুক এদিক সেদিক ঘোরাঘুরি থেকে বিরত থেকে পাঠ্যক্রমে মনোযোগী হয়। ।

Multimedia Classroom

Pineapple

প্রতিষ্ঠানটি অত্যাধুনিক এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়ার ব্যবহার করছে। এর মাধ্যমে ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ এবং অভিভাবকগনের সাথে অদৃশ্য বন্ধন আরো দৃঢ় হচ্ছে। বিভন্ন সময়ে প্রতিষ্ঠানের তথ্যাদি এসএমএসর মাধ্যমে অতিদ্রুত অভিভাবকবৃন্দের নিকট পৌছে যাচ্ছে। যেমন অনলাইন পেমেন্ট, পরীক্ষার ফলাফল, অভিভাবক সমাবেশ, গুরুত্বপূর্ণ নোটিশ, জরুরী প্রয়োজনে শিক্ষকবৃন্দের সাথে যোগাযোগ অথবা অন্য যেকোন গুরুত্বপূর্ণ ইস্যূ।

ICT LAB

Pineapple

নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ অত্যাধুনিক এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়ার ব্যবহারের মাধ্যমে পুরোপুরি অনলাইনের যুগে প্রবেশ করেছে। এর ফলে এখন থেকে অভিভাবকবৃন্দ যে কোন স্মার্ট ফোন থেকেই শিক্ষার্থীদের ভর্তি, শ্রেণিকক্ষে দৈনন্দিন উপস্থিতি, পরীক্ষার ফলাফল, বেতনাদি পরিশোধ প্রভৃতি তথ্য ঘরে বসেই মনিটিরিং করার সুযোগ পাচ্ছেন। অনলাইন সিস্টেম হওয়ায় প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম ও গতিশীল হচ্ছে।

Our Photo Gallery

Some of our Happy Memories

Find us in Google

-----------------------------------

Thankyou for visit our website